Multiple Choice Question preparation online

MCQ Contest সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, www.mcqcontest.com ওয়েবসাইটটিতে আপনাদের স্বাগতম। যারা নতুন, তাদের জন্য সামান্য কিছু নির্দেশনা।
কি ভাবে শুরু করবেন
বিভিন্ন বিষয়ের উপর MCQ পড়াশোনা শুরু করতে, প্রথমে আপনার Target বা লক্ষ্য বাছাই করুন। যেমন আপনি যদি চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তবে "Jobs" নির্বাচন করুন। এভাবে BCS এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী হলে সেই অনুসারে লক্ষ্য নির্বাচন করুন। অতপর আপনার category যেটা সেটা নির্বাচন করুন। পরবর্তীতে আপনি যে Subject বা বিষয়ের উপর পড়াশোনা করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Practice অথবা Contest / Exam যে কোন একটি নির্বাচন করুন। সব গুলো Option পূর্ণ করে "START" বাটনে ক্লিক করুন।

আপনি যদি এই ওয়েবসাইটটিতে ফ্রি Registration করে থাকেন তবে Contest / Exam নির্বাচন করে Point অথবা step অথবা Time যে কোন একটি নির্বাচন করুন কারন আপনার পড়াশোনার প্রস্তুতির আরো ভাল এবং আনন্দদায়ক করতে প্রতিদিন রাত ১২ টায় অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে একটি লটারি অনুষ্ঠিত হয়। যেটিতে আপনি আপনার অর্জিত Point, step বা Time অনুসারে বিজয়ী হতে পারেন।
Practice কিঃ
আপনি আপনার পছন্দ অনুসারে যেকনো বিষয়ের উপর পড়াশোনা করতে পারেন। এই ক্ষেত্রে ধরাবাঁধা কনো নিয়ম নাই। এই যেমন ধরুনঃ আপনাকে অবশ্যয় সদস্য হতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, পাশ না করলে পরবর্তী ধাপে যেতে পারবেন না... ইত্যাদি।
Contest কিঃ
আপনার পরীক্ষার প্রস্তুতি আরো ভাল ও আনন্দদায়ক করতে আপনি Contest এ অংশগ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যয় নিবন্ধিত সদস্য হতে হবে। পড়াশোনার পাশাপাশি শুদুমাত্র Contest থেকে আপনি লটারিতে বিজয়ী হতে পারেন।
একজন সদস্য দিনে কত বার Contest / Exam এ অংশগ্রহণ করতে পারবেন...?
একজন সদস্য, তার যতবার ইচ্ছা ততবার Contest / Exam এ অংশগ্রহণ করতে পারবেন। তবে আপনি যদি Point, Step & Time প্রতিটাতে আলাদা আলাদা ভাবে অংশগ্রহণ করেন তবে, একজন সদস্যর দিনে ৩ টি পুরস্কার জেতার সম্বভানা থাকে। যেমনঃ আপনি Point wise অংশগ্রহণ করলেন এবং আপনার পয়েন্ট সর্বনিম্ন ১০ বা তার বেশি হয় তবে আপনি Point Level 1 থেকে লটারিতে বিজয়ী হতে পারেন।

আবার ধরুন, আপনি Step Wise অংশগ্রহণ করলেন। সেক্ষেত্রে যদি আপনি সর্বনিম্ন ৫ স্টেপ বা তার বেশি যেতে পারেন সেক্ষেত্রে আপনি Step Level 1 থেকে লটারিতে বিজয়ী হতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি Time Wise প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। Time অনুসারে অনুসারে আপনি যদি ৩০ সেকেন্ড এর মাজে ৬ টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার নাম Time Wise লটারিতে অন্তর্ভুক্ত হবে।
Contest Level সমূহ
পয়েন্ট লেভেল ১: ১০ থেকে ৩৯ পয়েন্ট (মোট ৪ টি পুরষ্কার, ১০, ১৫, ২০ এবং সর্বোচ্চ ২৫ টাকা)
পয়েন্ট লেভেল ২: ৪০ থেকে ৯৯ পয়েন্ট (মোট ৪ টি পুরষ্কার, ১৫, ২০, ২৫ এবং সর্বোচ্চ ৪০ টাকা)
পয়েন্ট লেভেল ৩: ১০০ থেকে সর্বোচ্চ পয়েন্ট (মোট ৪ টি পুরষ্কার, ২০, ২৫, ৩০ এবং সর্বোচ্চ ৬০ টাকা)

স্টেপ লেভেল ১: ৫ থেকে ৯ স্টেপ (মোট ৩ টি পুরষ্কার, ১০, ১৫ এবং সর্বোচ্চ ২০ টাকা)
স্টেপ লেভেল ২: ১০ থেকে ১৯ স্টেপ (মোট ৩ টি পুরষ্কার, ১৫, ২০ এবং সর্বোচ্চ ৩০ টাকা)
স্টেপ লেভেল ৩: ১৯ থেকে সর্বোচ্চ স্টেপ (মোট ৩ টি পুরষ্কার, ২০, ২৫ এবং সর্বোচ্চ ৫০ টাকা)

Time অনুসারেঃ আপনি যদি ৩০ সেকেন্ড এর মাজে ৬ টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার নাম Time Wise লটারিতে অন্তর্ভুক্ত হবে। (মোট ৩ টি পুরষ্কার, ১০, ১৫ এবং সর্বোচ্চ ৩০ টাকা)
বিভিন্ন স্টেপে পাশ নম্বরঃ
প্রতিটি স্টেপে পাশ নম্বর সমান নয়। ১ থেকে ৫ স্টেপ পাশ নম্বর ৪/১০। ৬ থেকে ১০ স্টেপ পাশ নম্বর ৫/১০। ১১ থেকে ১৫ স্টেপ পাশ নম্বর ৬/১০। ১৬ থেকে ২০ স্টেপ পাশ নম্বর ৭/১০। ২১ থেকে ২৫ স্টেপ পাশ নম্বর ৮/১০। ২৬ থেকে ৩৫ স্টেপ পাশ নম্বর ৯/১০ এবং ৩৬ থেকে পরবর্তী সব স্টেপে ১০/১০।
বোনাস স্টেপ সমূহঃ
প্রতি ১০ স্টেপ পর পর আপনি বোনাস পয়েন্ট পাবেন। যদি ১০ স্টেপ যেতে পারেন তবে ৫ বোনাস পয়েন্ট পাবেন, ২০ স্টেপ যেতে পারলে ১০, ৩০ স্টেপ যেতে পারলে ১৫, এভাবে ৪০, ৫০, ৬০, ৭০...... যত স্টেপ যাবেন সেই স্টেপ এর অর্ধেক বোনাস পয়েন্ট পাবেন। এ ছাড়া কনো স্টেপ এ ১০০% সঠিক উত্তর দিতে পারলে সেই স্টেপে অতিরিক্ত ১ পয়েন্ট বোনাস পাবেন।
লটারি কিঃ
এটি একটি স্বয়ংক্রিয় প্রকিয়া, যা প্রতিদিন রাত ১২ টাই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে হয়ে থাকে। কে কত পয়েন্ট, স্টেপ বা টাইম সংগ্রহ করছে তার উপর ভিত্তি করে এই লটারি হয়ে থেকে।
লটারির পুরষ্কার/টাকা কিভাবে উত্তোলন করবেনঃ
আপনি খুব সহজে নিজের ইচ্ছা অনুযায়ী টাকা Cash out করতে পারবেন। লটারিতে বিজয়ী হলে স্বয়ংক্রিয় ভাবে আপনার পুরস্কারের টাকা আপনার অ্যাকাউন্ট এ যোগ হয়ে যাবে। প্রথমে My Account মেনু তে ক্লিক করুন, নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার টাকা উত্তোলন সম্পর্কিত যাবতীয় কিছু দেখতে পাবেন। এবার "Withdraw" বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট এ যদি ১০ টাকা বা তার বেশি থাকে তবে আপনি "Withdraw" বাটনটি দেখতে পাবেন। সর্বোচ্চ ২৪ ঘণ্টার মাজে আপনার টাকা আপনার মোবাইল এ পৌঁছে যাবে।
Payment Method:
আপনি ২ ভাবে টাকা উত্তোলন করতে পারবেন।
১। বিকাশ
২। মোবাইল রিচার্জ

সাধারণত কম টাকা হলে আপনি মোবাইল রিচার্জ এ নিতে পারেন। যেমন ধরুন, ১০, ২০, ২৫, ৩০ টাকা ইত্যাদি বা বেশি কারন মোবাইল রিচার্জ এ কনো চার্জ কাটে না। বেশি টাকা হলে বিকাশ এ নিতে পারেন বা আপনার ইচ্ছা। তবে ১০০ টাকার নিচে বিকাশে Cash out করলে আপনার Account থেকে প্রতি লেনদেনে ৫ টাকা চার্জ কাটা হবে। ১০০ টাকার উপরে বিকাশে কনো চার্জ নেওয়া হয় না।
কি ভাবে Payment Method পরিবর্তন করবেন:
আপনি খুব সহজে নিজের ইচ্ছা অনুযায়ী টাকা Cash out করতে পারবেন। লটারিতে বিজয়ী হলে স্বয়ংক্রিয় ভাবে আপনার পুরস্কারের টাকা আপনার অ্যাকাউন্ট এ যোগ হয়ে যাবে। প্রথমে My Account মেনু তে ক্লিক করুন, নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার টাকা উত্তোলন সম্পর্কিত যাবতীয় কিছু দেখতে পাবেন। এবার "Withdraw" বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট এ যদি ১০ টাকা বা তার বেশি থাকে তবে আপনি "Withdraw" বাটনটি দেখতে পাবেন। সর্বোচ্চ ২৪ ঘণ্টার মাজে আপনার টাকা আপনার মোবাইল এ পৌঁছে যাবে।


বিঃদ্রঃ মেনু অপশন খুঁজে না পেলে কম্পিউটার থেকে বাম দিকে এবং মোবাইল থেকে একদম উপরে ডান কোনায় ৩ টা দাগ লক্ষ্য করে ওটার উপরে টাচ/ক্লিক করুন।
প্রতিদিন সর্বমোট ৫৬৫ টাকার ২৪ টি পুরষ্কার। এছাড়া যদি কেউ আপনার MCQ Contest প্রোফাইল ID রেফারেন্স হিসাবে ব্যবহার করে তবে ওই সদস্য যত টাকার প্রাইজ মানি পাবে আপনি ও তার ২৫% বোনাস পাবেন আজীবন।

বিঃদ্রঃ লটারি তে জেতাই যেন আমাদের মূল লক্ষ্য না হয়, পড়াশোনাই যেন আমাদের মূল উদ্দেশ্য হয়।

যদি আর ও কিছু জানতে চান বা বুজতে না পারেন তবে যোগাযোগ করুন ০১৭১০৭০১০৮০ (সকাল ১১ টা থেকে রাত ৩ টা)। পাশে আছি আমরা, যাও এগিয়ে.........